ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে শাজাহান খানের মেয়ের বিরুদ্ধে দুদকের নোটিশ, ২১ কার্যদিবসে সম্পদ বিবরণীর নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের বিরুদ্ধে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের নতুন এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় আনুষ্ঠানিকভাবে এই নোটিশ টানিয়ে দেওয়া হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বিপুল সম্পদের মালিকানা অর্জন নিয়ে ঐশী খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তাকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাজির হননি তিনি।

এ কারণে বৃহস্পতিবার দুদকের সদস্য জুয়েল আহম্মেদ মাদারীপুরে এসে স্থানীয় পুলিশের উপস্থিতিতে পাঁচজন সাক্ষীর সামনে বাসভবনের দরজায় নোটিশটি টানিয়ে দেন। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী না দিলে, সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ জারির সময় মাদারীপুর থানা পুলিশ, দুদক কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে শাজাহান খান ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

জনপ্রিয় সংবাদ

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন: নতুন ডিজাইন ও অভিজ্ঞতা

দুর্নীতির অভিযোগে শাজাহান খানের মেয়ের বিরুদ্ধে দুদকের নোটিশ, ২১ কার্যদিবসে সম্পদ বিবরণীর নির্দেশ

আপডেট সময় ১১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের বিরুদ্ধে সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের নতুন এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় আনুষ্ঠানিকভাবে এই নোটিশ টানিয়ে দেওয়া হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বিপুল সম্পদের মালিকানা অর্জন নিয়ে ঐশী খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তাকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও হাজির হননি তিনি।

এ কারণে বৃহস্পতিবার দুদকের সদস্য জুয়েল আহম্মেদ মাদারীপুরে এসে স্থানীয় পুলিশের উপস্থিতিতে পাঁচজন সাক্ষীর সামনে বাসভবনের দরজায় নোটিশটি টানিয়ে দেন। এতে আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানকে তার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।

দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী না দিলে, সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ জারির সময় মাদারীপুর থানা পুলিশ, দুদক কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রয়োজনে শাজাহান খান ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।