ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৫২৮ বার পড়া হয়েছে

ঢাকার চকবাজারে প্রকাশ্যে ব্যবসায়ী খুনের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, “ছাত্রদল যদি রুখে দাঁড়ায়, আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যকারীরা সতর্ক হোন।” তিনি দাবি করেন, “গুপ্ত সংগঠনের নেতারা পেছন থেকে ছুরি মেরে নায়ক হতে চায়। আমরা যতদিন রাবিতে আছি, ততদিন অস্ত্রের রাজনীতি হতে দেবো না।”

চলমান রাজনৈতিক ও সামাজিক সহিংসতার প্রেক্ষাপটে তিনি বলেন, “আজ বাংলার আকাশ-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। চাঁদপুরে মসজিদের ভিতরে এক ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে, খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে—এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

রাহি চকবাজারে ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, ফারুক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ দাবি করেন, “চকবাজারসহ দেশের প্রতিটি হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। এসব ঘটনার পেছনে যে-ই থাকুক, দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”

জনপ্রিয় সংবাদ

মিটফোর্ড হ’ত্যাকা’ণ্ডে জড়ি’তদের শা’স্তির দা’বি বিএনপি মহাসচিবের: ‘নি’র্বাচনহী’নতার ফলেই আই’নশৃঙ্খলার অ’বনতি….’

চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৮:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকার চকবাজারে প্রকাশ্যে ব্যবসায়ী খুনের প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, “ছাত্রদল যদি রুখে দাঁড়ায়, আপনারা কোথাও দাঁড়াতে পারবেন না। তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্যকারীরা সতর্ক হোন।” তিনি দাবি করেন, “গুপ্ত সংগঠনের নেতারা পেছন থেকে ছুরি মেরে নায়ক হতে চায়। আমরা যতদিন রাবিতে আছি, ততদিন অস্ত্রের রাজনীতি হতে দেবো না।”

চলমান রাজনৈতিক ও সামাজিক সহিংসতার প্রেক্ষাপটে তিনি বলেন, “আজ বাংলার আকাশ-বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। চাঁদপুরে মসজিদের ভিতরে এক ইমামকে কুপিয়ে আহত করা হয়েছে, খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে—এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

রাহি চকবাজারে ব্যবসায়ী মো. সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার রাশেদ আলী, সরদার জহুরুল ইসলাম, মেহেদী হাসান, বুলবুল রহমান মিঠু, এমএ তাহের রহমান, মারুফ হাসান, সাকিলুর রহমান সোহাগ, শফিকুল ইসলাম শফিক, ফারুক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ দাবি করেন, “চকবাজারসহ দেশের প্রতিটি হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। এসব ঘটনার পেছনে যে-ই থাকুক, দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”