ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নামলেও তাৎক্ষণিকভাবে তার গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আহত হন দলেরই এক কর্মী উজ্জল, যাকে তাৎক্ষণিকভাবে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মাত্র দুই ভোটের ব্যবধান ঘিরেই বিভক্ত হয়ে পড়ে সমর্থকরা। রাত আটটায় পরিস্থিতি শান্ত করতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফলাফল ঘোষণা করেন। কিন্তু ফল ঘোষণার পরপরই উত্তেজিত কর্মীরা চেয়ার ছুঁড়ে মারেন তার দিকে এবং তার গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দেয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, “ঘটনার সময় আলো কম থাকায় হামলাকারীদের শনাক্তে কিছুটা সমস্যা হচ্ছে, তবে চেষ্টা চলছে।”

গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রাশেদ আলী বলেন, “কোনোমতে ভাইকে রক্ষা করেছি। অন্য গাড়িতে করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে রাতের অন্ধকারে হামলাকারীদের চেনা যায়নি।”

বিপুল উত্তেজনার মধ্যে সম্মেলনের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট সৈয়দ আলম সভাপতি, ড. টিএম মাহবুবর রহমান সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মিটফোর্ড হ’ত্যাকা’ণ্ডে জড়ি’তদের শা’স্তির দা’বি বিএনপি মহাসচিবের: ‘নি’র্বাচনহী’নতার ফলেই আই’নশৃঙ্খলার অ’বনতি….’

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর

আপডেট সময় ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিএনপির সম্মেলনে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নামলেও তাৎক্ষণিকভাবে তার গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আহত হন দলেরই এক কর্মী উজ্জল, যাকে তাৎক্ষণিকভাবে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে সভাপতি পদে মাত্র দুই ভোটের ব্যবধান ঘিরেই বিভক্ত হয়ে পড়ে সমর্থকরা। রাত আটটায় পরিস্থিতি শান্ত করতে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফলাফল ঘোষণা করেন। কিন্তু ফল ঘোষণার পরপরই উত্তেজিত কর্মীরা চেয়ার ছুঁড়ে মারেন তার দিকে এবং তার গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দেয়।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, “ঘটনার সময় আলো কম থাকায় হামলাকারীদের শনাক্তে কিছুটা সমস্যা হচ্ছে, তবে চেষ্টা চলছে।”

গাড়িতে থাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা রাশেদ আলী বলেন, “কোনোমতে ভাইকে রক্ষা করেছি। অন্য গাড়িতে করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে রাতের অন্ধকারে হামলাকারীদের চেনা যায়নি।”

বিপুল উত্তেজনার মধ্যে সম্মেলনের ফলাফল অনুযায়ী অ্যাডভোকেট সৈয়দ আলম সভাপতি, ড. টিএম মাহবুবর রহমান সাধারণ সম্পাদক এবং অয়ন চৌধুরী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।