ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তাদের ‘পলায়ন’: ২১ জন বরখাস্ত, চারজনের সন্ধান মিলেছে দীর্ঘ অনুপস্থিতির পর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ প্রশাসনে অস্থিরতা দেখা দেয়। সেই সময় থেকে অনেক পুলিশ সদস্যই কর্মস্থলে যোগ দেওয়ার পর হঠাৎ করে ছুটি না নিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান। সম্প্রতি এমন চারজন কর্মকর্তার অবস্থান শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন—ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রোববার চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, এসব পুলিশ কর্মকর্তা সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদেরকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮-এর আওতায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে অভিযুক্ত করে কর্মবিরতি শুরুর দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে, তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর থেকে, গোলাম রুহানী ১১ আগস্ট থেকে এবং মফিজুর রহমান পলাশ অনির্দিষ্ট সময় থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে সরকারপক্ষ এখন পর্যন্ত মোট ২১ জন পুলিশ কর্মকর্তাকে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করলো।

জনপ্রিয় সংবাদ

গণগ্রেপ্তার নয়, দোষীদেরই আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কর্মকর্তাদের ‘পলায়ন’: ২১ জন বরখাস্ত, চারজনের সন্ধান মিলেছে দীর্ঘ অনুপস্থিতির পর

আপডেট সময় ০৭:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ প্রশাসনে অস্থিরতা দেখা দেয়। সেই সময় থেকে অনেক পুলিশ সদস্যই কর্মস্থলে যোগ দেওয়ার পর হঠাৎ করে ছুটি না নিয়ে ‘নিখোঁজ’ হয়ে যান। সম্প্রতি এমন চারজন কর্মকর্তার অবস্থান শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন—ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রোববার চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, এসব পুলিশ কর্মকর্তা সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাদেরকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮-এর আওতায় অসদাচরণ ও পলায়নের অভিযোগে অভিযুক্ত করে কর্মবিরতি শুরুর দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রওশানুল হক সৈকত গত বছরের ২৫ আগস্ট থেকে, তৌহিদুল ইসলাম ১০ সেপ্টেম্বর থেকে, গোলাম রুহানী ১১ আগস্ট থেকে এবং মফিজুর রহমান পলাশ অনির্দিষ্ট সময় থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে সরকারপক্ষ এখন পর্যন্ত মোট ২১ জন পুলিশ কর্মকর্তাকে অনুপস্থিতির দায়ে সাময়িক বরখাস্ত করলো।