রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ-২ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান চালিয়ে চাঁদার টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। একইদিনে উত্তরা থেকে আরও ছয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, গতকাল শনিবার রাত ৮টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ-২ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় মো. ইসমাইল হোসেন বাবু ও তার সহযোগী শেখ সাইফুল ইসলামকে চাঁদার অর্থসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পোস্টে আরও জানানো হয়, একইদিন বিকেল ৩টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইস গেট এলাকায় পৃথক একটি অভিযানে চাঁদাবাজির অভিযোগে মো. মিলন ও তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন—মো. সেলিম রানা, মো. সাইদুল ইসলাম, মো. কাজিম উদ্দিন, মো. আব্দুর রহিম মান্নান ও মো. রিপন।