ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের জন্য সংসদে ১০০ আসনের পক্ষে বিএনপি, সরাসরি নির্বাচনের পক্ষে নয়: সালাহউদ্দিন আহমেদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয় দলটি। বর্তমান পদ্ধতির মতোই এসব আসনে নারী সদস্য নির্বাচিত হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, “সংসদে নারীদের অংশগ্রহণ বাড়াতে ১০০ আসনের প্রস্তাবকে বিএনপি সমর্থন করে। তবে এই আসনগুলোতে নির্বাচনের বর্তমান পদ্ধতিই উপযুক্ত বিবেচনা করছি। বিএনপি সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, সমাজে যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই উচ্চকক্ষে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার, নারীর অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ গঠন সংক্রান্ত আলোচনা চলছে। নারীদের আসনে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।”

জনপ্রিয় সংবাদ

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আজকের জুমার ইমাম

নারীদের জন্য সংসদে ১০০ আসনের পক্ষে বিএনপি, সরাসরি নির্বাচনের পক্ষে নয়: সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয় দলটি। বর্তমান পদ্ধতির মতোই এসব আসনে নারী সদস্য নির্বাচিত হওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, “সংসদে নারীদের অংশগ্রহণ বাড়াতে ১০০ আসনের প্রস্তাবকে বিএনপি সমর্থন করে। তবে এই আসনগুলোতে নির্বাচনের বর্তমান পদ্ধতিই উপযুক্ত বিবেচনা করছি। বিএনপি সবসময় নারী ক্ষমতায়নে বিশ্বাসী এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, সমাজে যেসব নারী বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ওই উচ্চকক্ষে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “জাতীয় সংসদের কাঠামোগত সংস্কার, নারীর অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষ গঠন সংক্রান্ত আলোচনা চলছে। নারীদের আসনে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা এখনো নির্ধারিত হয়নি।”