গোপালগঞ্জের কাশিয়ানীতে স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধার মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেছেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। সোমবার (১৪ জুলাই) উপজেলা বাজার সিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল তার। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকেল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান মামুন।
মামুনের আগমন নিয়ে উপজেলাজুড়ে কয়েক দিন ধরে লিফলেট বিতরণ ও প্রচার চলছিল। তবে স্থানীয় জনতা ও ধর্মীয় সংগঠনগুলো তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে কাশিয়ানী থানায় আবেদন করলে পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে সতর্ক করে। আইনশৃঙ্খলার পরিস্থিতি বিবেচনায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ মামুনের প্রোগ্রাম বাতিল করে তাকে না আসতে অনুরোধ জানায়।
নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন এ দাবি অস্বীকার করে বলেন, মামুন মুকসুদপুর পর্যন্ত গিয়েছিলেন এবং নিজস্ব সমস্যার কারণে প্রোগ্রাম বাতিল করেছেন। মামুনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল করীম জানান, টিকটকারদের মাধ্যমে যুবসমাজ বিপথগামী হওয়ার আশঙ্কায় তারা মামুনের আগমন ঠেকানোর জন্য থানায় আবেদন করেন এবং পুলিশ সহযোগিতা করেছেন।
কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় এবং তারা প্রোগ্রাম বাতিল করে মামুনকে জানিয়ে দেয়।