দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত পথসভায় ছাত্র-জনতার কণ্ঠে বারবার উঠেছে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান। সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনা সদর উপজেলার একটি উন্মুক্ত মঞ্চে আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
স্লোগানের পেছনে রয়েছে পারিবারিক যোগসূত্র। সারজিস আলম বিয়ে করেছেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বাসিন্দা, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লুৎফর রহমানের কন্যা রাইতা রহমানকে। অপরদিকে রাফি বিয়ে করেছেন বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা শিক্ষক মো. জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসী মিতুকে। এ কারণে বরগুনার ছাত্র-জনতার মাঝে তাদের ‘দুলাভাই’ হিসেবে গ্রহণ করার আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেখা যায়।
পথসভায় বক্তব্যের শুরুতেই সারজিস আলম বলেন, “এখানে একজন রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয়, আপনাদের একজন আত্মীয় হিসেবে হাজির হয়েছি। আমি এখনও আত্মীয়ের বাড়িতে যাইনি— এটা আমার সৌভাগ্য যে প্রথমেই ছাত্র-জনতার সামনে আসতে পেরেছি। আপনাদের ভালোবাসার কাছে আমরা ঋণী।”
পরবর্তীতে সারজিস আলম মঞ্চে খান তালাত মাহমুদ রাফিকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “জুলাই আন্দোলনে চট্টগ্রামে যাকে নেতৃত্বে দেখেছি, তিনিই বরগুনার আরেক দুলাভাই— খান তালাত মাহমুদ রাফি।” রাফি তখন দু’হাত তুলে উপস্থিত জনতাকে অভিবাদন জানান।