ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়িতে পৌঁছাচ্ছে জুলাই পদযাত্রা, স্মৃতি আর ভালোবাসায় আবেগঘন আহ্বান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

আসছে ১৭ জুলাই বিকেল ৪টায় রাজবাড়ির রেলগেট এলাকায় পৌঁছাবে ‘জুলাই পদযাত্রা’। দেশের নানা প্রান্ত ঘুরে ১ জুলাই থেকে শুরু হওয়া এই পদযাত্রা এবার আসছে পদ্মার শহরে।

পদযাত্রার সঙ্গে যুক্ত একজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় বলেন, ‘রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি মানে আমারও বাড়ি। ঢাকার পর এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কেনা, বরাট বাজার থেকে গোদার বাজার মোটরসাইকেলে ঘোরা কিংবা দৌলতদিয়ার টাটকা মাছ—সব কিছুই আজও হৃদয়ে গাঁথা। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম ভুলিনি এখনো।’

তিনি আরও জানান, এবার ফিরে আসছেন এক অন্যরকম ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতাদের সঙ্গে।

রাজবাড়িতে অনুষ্ঠিতব্য পথসভায় উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আখতার হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

নেতারা জানান, এই পথচলায় তারা নতুন করে আবিষ্কার করছেন দেশের সম্ভাবনা। প্রতিটি দিনই তাদের মনে করিয়ে দিচ্ছে—এই দেশ কতটা প্রাণবন্ত এবং আশাব্যঞ্জক।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

রাজবাড়িতে পৌঁছাচ্ছে জুলাই পদযাত্রা, স্মৃতি আর ভালোবাসায় আবেগঘন আহ্বান

আপডেট সময় ০৮:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আসছে ১৭ জুলাই বিকেল ৪টায় রাজবাড়ির রেলগেট এলাকায় পৌঁছাবে ‘জুলাই পদযাত্রা’। দেশের নানা প্রান্ত ঘুরে ১ জুলাই থেকে শুরু হওয়া এই পদযাত্রা এবার আসছে পদ্মার শহরে।

পদযাত্রার সঙ্গে যুক্ত একজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় বলেন, ‘রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি মানে আমারও বাড়ি। ঢাকার পর এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কেনা, বরাট বাজার থেকে গোদার বাজার মোটরসাইকেলে ঘোরা কিংবা দৌলতদিয়ার টাটকা মাছ—সব কিছুই আজও হৃদয়ে গাঁথা। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম ভুলিনি এখনো।’

তিনি আরও জানান, এবার ফিরে আসছেন এক অন্যরকম ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতাদের সঙ্গে।

রাজবাড়িতে অনুষ্ঠিতব্য পথসভায় উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আখতার হোসেনসহ অন্যান্য শীর্ষ নেতারা।

নেতারা জানান, এই পথচলায় তারা নতুন করে আবিষ্কার করছেন দেশের সম্ভাবনা। প্রতিটি দিনই তাদের মনে করিয়ে দিচ্ছে—এই দেশ কতটা প্রাণবন্ত এবং আশাব্যঞ্জক।