আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশে অংশ নিতে রাজশাহী থেকে নেতাকর্মী আনতে একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা গ্রহণে একটি চিঠি দেওয়া হয়েছে।
গত ১৫ জুলাই পাঠানো ওই চিঠিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার উল্লেখ করেন, রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দিনগত রাতে রাজশাহী থেকে ঢাকাগামী এবং ১৯ জুলাই দিনগত রাতে ঢাকাগামী ফিরতি একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জামায়াতের আবেদনের ভিত্তিতে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নম্বর মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে বিশেষ ট্রেনটি চালানো যেতে পারে। সাধারণত শনিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি থাকায় সেটিকে বিশেষ ট্রেন হিসেবে ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিনগত রাতে) রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে সকাল ৬টায় ঢাকা পৌঁছাবে। আর শনিবার রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী ফিরে আসবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে ট্রেনটি পরিচালনা করা যাবে।