মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষিকার মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ প্রবীণ অভিনেত্রী ও সাবেক শিক্ষিকা দিলারা জামান। কান্না থামাতে পারছিলেন না তিনি। গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন—
“নিজেও তো শিক্ষক ছিলাম। বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না। বুকটা ভেঙে যাচ্ছে।”
প্রায় ২৬ বছর শিক্ষকতা করেছেন এই গুণী শিল্পী। এরপর পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করেন। আশির কোঠা পার করেও অভিনয় চালিয়ে যাচ্ছেন উত্তরার নিজ বাসভবন থেকে।
তিনি বলেন,
“আমি প্রতিদিন আমাদের সেক্টরের মাঠে হাঁটতে যাই। এখন দুদিন ধরে সবাই শুধু দুর্ঘটনার কথাই বলছে। সবাই স্তব্ধ। আমিও বারবার কাঁদছি। যে ছবি-ভিডিও দেখছি, তাতে গা শিউরে উঠছে।”
মাইলস্টোন দুর্ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি একজন নারী শিক্ষিকার মৃত্যুর খবরে আরও ভেঙে পড়েছেন দিলারা জামান। বললেন,
“শিক্ষক হয়ে শিক্ষার্থীদের এমন মৃত্যু মেনে নেওয়া অসম্ভব। শিক্ষিকার মৃত্যু আমাকে পোড়াচ্ছে।”
উল্লেখ্য, সোমবার দুপুরে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।