রাজধানীর মতিঝিল এলাকার একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত ভবনটিতে এ আগুন লাগে, যা মুহূর্তেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে দেয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয় এবং আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে অনেকেই ভবন থেকে বেরিয়ে আসেন। ব্যাংকের পাশে আগুন লাগায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় আশপাশের অফিস-ব্যবসা প্রতিষ্ঠানেও।
 
																			 
										 ডেস্ক রিপোর্টঃ
																ডেস্ক রিপোর্টঃ								 






















