ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হেফাজতের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও মানবাধিকার সংক্রান্ত ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও ঐ ঘটনার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়। এছাড়াও হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।

সরকারপক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

জনপ্রিয় সংবাদ

ওমরাহ করতে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু

হেফাজতের নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

আপডেট সময় ০৮:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

শনিবার (২৬ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও মানবাধিকার সংক্রান্ত ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও ঐ ঘটনার যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের বিষয়। এছাড়াও হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতি সম্পর্কেও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ—মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।

সরকারপক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।