বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে, তাদের প্রতি অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
শনিবার (২৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, যারা বর্তমান সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আল্লাহর নির্ধারিত পথে চলেছে এবং তাঁর ইচ্ছাকে বাস্তবায়ন করেছে। তবে এ আন্দোলনকারীরা যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা কিংবা মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে, তবে তাদের বিরুদ্ধেও আমরা দাঁড়াবো, ঠিক যেমন পাকিস্তানের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম।
তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশ নিয়ে কোনো আপস নেই। জয় বাংলা আমাদের কণ্ঠস্বর, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা—এসব নিয়ে কারও সঙ্গে আপস করার প্রশ্নই ওঠে না।
সাবেক এই মুক্তিযোদ্ধা বলেন, শেখ হাসিনার সরকারের ব্যর্থতা, অন্যায় ও মানুষের ক্ষোভই তাদের পতনের কারণ। কেউ যদি মনে করে, এই আন্দোলনের পুরো কৃতিত্ব তার একার, সেটা ভুল। এই আন্দোলন ও বিজয় ছিল জনগণের।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ৬০০ থেকে ৭০০ জন কর্মী নিহত হয়েছে বলে শুনেছেন। তাদের ত্যাগ, কষ্টকে উপেক্ষা করে যদি কেউ একক কৃতিত্ব দাবি করে, তা কখনোই গ্রহণযোগ্য নয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা বীরবিক্রম আবুল কালাম আজাদ, বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, ফজলুল হক ও আব্দুল্লাহসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।