ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঘোষণা দিয়েছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। যারা মুজিববাদে বিশ্বাস করে, তাদেরকে বিচারের মুখোমুখি করব। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এটা একটি নতুন বাংলাদেশের জন্য চলমান সংগ্রাম।”

তিনি অভিযোগ করে বলেন, “আজকেও গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে কোনো ষড়যন্ত্র দিয়ে দমন করা যাবে না। গোপালগঞ্জেও আমাদের ঠেকাতে পারেনি কেউ—আমরা সেখানে গিয়েছি, এখন গাজীপুরেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, আবার যাব।”

শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, “যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন।”

এ সময় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। দোয়া মাহফিল শেষে তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঘোষণা দিয়েছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। যারা মুজিববাদে বিশ্বাস করে, তাদেরকে বিচারের মুখোমুখি করব। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এটা একটি নতুন বাংলাদেশের জন্য চলমান সংগ্রাম।”

তিনি অভিযোগ করে বলেন, “আজকেও গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে কোনো ষড়যন্ত্র দিয়ে দমন করা যাবে না। গোপালগঞ্জেও আমাদের ঠেকাতে পারেনি কেউ—আমরা সেখানে গিয়েছি, এখন গাজীপুরেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, আবার যাব।”

শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, “যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন।”

এ সময় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। দোয়া মাহফিল শেষে তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।