ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হলেও বর্তমানে তারা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছেন। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে এবং প্রশাসনের কোন অংশ জনগণের বদলে গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করছে—এসব বিষয়ে দল নজরদারি চালাচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিডিয়াকে কোনো গোষ্ঠীর প্রোপাগান্ডা থেকে বের হয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আগে কিছু গণমাধ্যম অন্ধভাবে একটি দলের হয়ে কাজ করেছে। এখন সেসব প্রতিষ্ঠানে কাজ করা কর্মীরাও লজ্জা পান নিজেদের পরিচয় দিতে।”

টাঙ্গাইলের আলোচিত মারুফ হত্যা মামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরতে তৎপরতা নেই। বরং কিছু গোষ্ঠী বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।”

চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ চাঁদাবাজদের রক্ষা করতে এলে তাকেও একই অপরাধে ভাগীদার ধরা হবে।”

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসে এনসিপি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বিদায়ী সংবর্ধনা

কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, নজরদারিতে রয়েছে: সারজিস

আপডেট সময় ১১:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণঅভ্যুত্থানের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হলেও বর্তমানে তারা প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করছেন। কোন মিডিয়া কার হয়ে কাজ করছে এবং প্রশাসনের কোন অংশ জনগণের বদলে গোষ্ঠীগত স্বার্থ রক্ষা করছে—এসব বিষয়ে দল নজরদারি চালাচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মিডিয়াকে কোনো গোষ্ঠীর প্রোপাগান্ডা থেকে বের হয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আগে কিছু গণমাধ্যম অন্ধভাবে একটি দলের হয়ে কাজ করেছে। এখন সেসব প্রতিষ্ঠানে কাজ করা কর্মীরাও লজ্জা পান নিজেদের পরিচয় দিতে।”

টাঙ্গাইলের আলোচিত মারুফ হত্যা মামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন সারজিস। তিনি বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরতে তৎপরতা নেই। বরং কিছু গোষ্ঠী বিচার প্রক্রিয়ায় বাধা দিচ্ছে।”

চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কেউ চাঁদাবাজদের রক্ষা করতে এলে তাকেও একই অপরাধে ভাগীদার ধরা হবে।”