বিএনপিতে শৃঙ্খলাভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশ থেকে ২১ নেতাকে বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার (২৯ জুলাই) একাধিক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা কাউন্সিলকে ঘিরে সংঘর্ষে জড়িত থাকার দায়ে স্থানীয় দুই সাবেক নেতা মো. সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকায় চিকিৎসক সংগঠন ড্যাব-এর অন্তর্ভুক্ত ৮ জন চিকিৎসকসহ একাধিক জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের বহিষ্কার করা হয়। চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের নেতাদের বিরুদ্ধেও।
চট্টগ্রামের মিরসরাই, ফতুল্লা, বারৈয়ারহাট, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ এবং লাকসাম থেকে বহিষ্কৃত নেতারা বিভিন্ন সময়ে সংঘাত, অপকর্ম ও দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন সুমনের সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।