ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে দোকানমালিককে পিটিয়ে হত্যা: বিএনপির ৫ নেতা বহিষ্কার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকানমালিক জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালমদী বাজারে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”

নিহতের ছেলে রাসেল অভিযোগ করেন, “সকালে পার্টি অফিসে ডেকে নিয়ে তোতা মেম্বার, তার ছেলে খোকন ও অন্যরা মিলে বাবাকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

আড়াইহাজারে দোকানমালিককে পিটিয়ে হত্যা: বিএনপির ৫ নেতা বহিষ্কার

আপডেট সময় ১০:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকানমালিক জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সালমদী বাজারে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই।”

নিহতের ছেলে রাসেল অভিযোগ করেন, “সকালে পার্টি অফিসে ডেকে নিয়ে তোতা মেম্বার, তার ছেলে খোকন ও অন্যরা মিলে বাবাকে মারধর করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”