বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানিয়েছেন, ঢাকায় ৬ আগস্ট বঙ্গভবনে যাওয়ার দিনই তার প্রথমবারের মতো পরিচয় হয় আলোচিত ‘মাহফুজ ভাই’-এর সঙ্গে। এর আগে কখনো তাকে দেখেননি বা চিনতেন না বলেও জানান তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে রাফি এসব মন্তব্য করেন।
রাফি জানান, চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনটি শুরু হয় ছোট পরিসরে এবং নানা বাধা-বিপত্তি ও রাজনৈতিক চাপের মধ্যেও তা সামনে এগিয়ে যায়। ৩ জুলাই ১ নম্বর গেট অবরোধের দিন ছাত্রলীগ কর্মীরা তাকে আটকে রেখে তল্লাশি চালায় এবং বিভিন্নভাবে রাজনৈতিক ট্যাগ দিতে চায়, তবে কোনো প্রমাণ না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি বলেন, “চট্টগ্রামে আন্দোলনের সমন্বয়ের কাজ আমরা নিজেরাই করেছি। তখন ঢাকার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগও সীমিত ছিল। তবে প্রতিদিন মহিউদ্দিন রনি ভাইয়ের সঙ্গে আলোচনা করে আমরা কর্মসূচি পরিচালনা করতাম।”
পোস্টে রাফি আরও উল্লেখ করেন, ‘ডিবি হেফাজতের বাইরে থাকা চট্টগ্রামের সমন্বয়কারীরা পরবর্তীতে আন্দোলন চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঢাকার কিছু ফেইস হাইলাইট করলেও বাস্তবে আন্দোলনের নেতৃত্ব ছিল বিস্তৃত এবং বিকেন্দ্রীকৃত।’
বঙ্গভবন যাওয়ার বিষয়ে তিনি বলেন, “৬ আগস্ট রিফাত রশিদ ভাই আমাকে ফোন করে কার্জন হলের সামনে যেতে বলেন। পরে জানতে পারি, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য ৮/৯ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। সেখানেই প্রথমবারের মতো মাহফুজ ভাই, আসিফ নজরুল স্যার ও তানজিম স্যারের সঙ্গে দেখা হয়।”
রাফি তাঁর পোস্টে জানান, এরপর টিএসসিতে ফিরে আন্দোলনকারীরা যার যার মতো সরে যান। সেদিনই উপদেষ্টা শারমিন মুর্শিদ ম্যাডামের সঙ্গেও তাঁর প্রথম দেখা হয়।