বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদিক কায়েম অভিযোগ করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল এখন ‘কথা বলার মধ্য দিয়েই হাস্যরসে পরিণত’ হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব-নাছির ভাই পাঁচ মিনিট কথা বললে তার সাড়ে চার মিনিটই শিবিরবিরোধী বক্তব্যে ব্যয় করেন। আমার মনে হয়, ‘শিবির’ শব্দ বাদ দিলে তারা এক মিনিটও কথা বলতে পারবেন না।”
সাদিক কায়েম বলেন, “জুলাই পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম, দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হোক। সেই অনুযায়ী প্রথম দফার দাবিতেই ছিল, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা।”
তিনি জানান, দেরিতে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের তফসিল ঘোষণাকে শিবির স্বাগত জানায়। পাশাপাশি তিনি দাবি করেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত তফসিল ঘোষণা করা হোক।
ছাত্রদলকে বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “তারা যদি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, শিক্ষার্থীদের বাস্তব দাবি-দাওয়ার ভিত্তিতে কথা বলে, তাহলে শিক্ষার্থীরা তাদের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগের কায়দায় ট্যাগিংয়ের ও প্রোপাগান্ডার রাজনীতি ছাত্রদলকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অপ্রাসঙ্গিক দোষারোপমূলক রাজনীতির মাধ্যমে তারা শিক্ষার্থীদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে।”
সাদিক কায়েমের মতে, “শিক্ষার্থীরা এখন আর দোষারোপের রাজনীতি চায় না। বরং তারা চায় কার্যকর, অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বশীল ছাত্র রাজনীতি।”