ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সরকারে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির সহযোগী সংগঠন মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে জুলাই শহীদদের স্মরণে।

আলোচনায় তারেক রহমান বলেন, “আমরা এখন এক গভীর রূপান্তরের সময় অতিক্রম করছি। সামনে যে রাজনৈতিক সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। একজন মায়ের চোখে যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, সেভাবেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা না তুলতে পারে, সে জন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণই পরিবর্তনের পথ তৈরি করবে।”

এই সময় বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো মাসিক প্রয়োজনীয় খাদ্য ও ওষুধে সহায়তা পাবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, “এই ফ্যামিলি কার্ড নারীদের নেতৃত্বে পরিচালিত হবে। নারীরা শুধু ঘরের দায়িত্ব নয়, রাষ্ট্র বিনির্মাণেও নেতৃত্ব দিতে পারেন—এই বিশ্বাস থেকেই আমরা এটি চালু করব।”

নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “নারীদের শিক্ষিত করতে হবে। একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পারিবারিক সহিংসতা অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে নারীরা অর্থনৈতিকভাবে এখনও অনেক পিছিয়ে। তাই আগামী দিনে তাদের উন্নয়নই হবে জাতীয় অগ্রগতির প্রধান সূচক।”

জনপ্রিয় সংবাদ

দোহারে সরকারি জায়গা দখলচেষ্টা: এনসিপি নেতার বাবাকে বাধা দিলেন স্থানীয় ব্যবসায়ীরা

আগামী সরকারে ৫০ লাখ পরিবারে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় ১০:২৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

জুলাই অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপির সহযোগী সংগঠন মহিলা দল এই আলোচনা সভার আয়োজন করে জুলাই শহীদদের স্মরণে।

আলোচনায় তারেক রহমান বলেন, “আমরা এখন এক গভীর রূপান্তরের সময় অতিক্রম করছি। সামনে যে রাজনৈতিক সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। একজন মায়ের চোখে যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, সেভাবেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “ফ্যাসিবাদ যেন আর কখনো মাথা না তুলতে পারে, সে জন্য নারী সমাজকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণই পরিবর্তনের পথ তৈরি করবে।”

এই সময় বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো মাসিক প্রয়োজনীয় খাদ্য ও ওষুধে সহায়তা পাবে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, “এই ফ্যামিলি কার্ড নারীদের নেতৃত্বে পরিচালিত হবে। নারীরা শুধু ঘরের দায়িত্ব নয়, রাষ্ট্র বিনির্মাণেও নেতৃত্ব দিতে পারেন—এই বিশ্বাস থেকেই আমরা এটি চালু করব।”

নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “নারীদের শিক্ষিত করতে হবে। একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে পারিবারিক সহিংসতা অনেকাংশে কমে আসবে।”

তিনি আরও বলেন, “বর্তমান বাংলাদেশে নারীরা অর্থনৈতিকভাবে এখনও অনেক পিছিয়ে। তাই আগামী দিনে তাদের উন্নয়নই হবে জাতীয় অগ্রগতির প্রধান সূচক।”