বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি আগামী শনিবার, ২ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, “আগামী ২ আগস্ট, শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি হবে, ইনশাআল্লাহ।”
তিনি দলের নেতাকর্মী, সুধী সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, প্রিয় রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্যের জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করার জন্য। বিশেষভাবে নফল সালাত, রোজা ও দান সদকার মাধ্যমে দোয়া চাওয়া আহ্বান জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “আল্লাহ তা’য়ালা যেন আমাদের প্রিয় রাহবারকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন— এই দো’য়াই করছি। আমিন।”
আগামীকাল ১ আগস্ট, জুমার দিনে দেশের মসজিদে-মসজিদে জামায়াত কর্মীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনেরও অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।