রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক থাকা গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টায় অভিযুক্ত অপু দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওয়ারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
গুলশান থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের নামে রাজনৈতিক বিবেচনায় অর্থ দাবি করে এবং তা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও মানহানিকর তথ্য’ ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।