বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারলেই বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে চূড়ান্ত মুক্তি পাবে। শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরা আজমপুরে ‘জুলাই শহীদ স্মরণে’ আয়োজিত বিএনপির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে ফখরুল বলেন, “ভয়ংকর এক ফ্যাসিবাদী শাসনের কবল থেকে আমরা আপাতত মুক্ত হয়েছি। তবে এই মুক্তি তখনই পূর্ণতা পাবে, যখন আওয়ামী ফ্যাসিস্টদের রাজনীতি থেকে চিরতরে মুছে দেওয়া যাবে। তারা এই দেশকে ধ্বংস করেছে, তাদের প্রতি ঘৃণা গড়ে তুলুন—যাতে তারা আর কখনও ফিরে এসে আমাদের ছেলেমেয়েদের হত্যা করতে না পারে।”
জুলাই আন্দোলনের শহীদদের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম, সরকার একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন করবে এবং শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে। যদিও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি, তবে আংশিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “মানুষ এখন আর শুধু স্লোগান চায় না, তারা চায় বাস্তব উদ্যোগ, কার্যকর পদক্ষেপ। মানুষ দেখতে চায় দেশের জন্য কে সত্যিকার অর্থে কাজ করছে।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে ফখরুল বলেন, “আমরা এমন একটি গণতন্ত্র চাই, যেখানে মানুষ মুক্তভাবে মত প্রকাশ করতে পারবে, নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করতে পারবে। আমরা আর ‘দিনের ভোট রাতে’, ডামি ভোট, লুটপাট ও দুর্নীতির রাজনীতি দেখতে চাই না।”