জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “কোরআন-বিরোধী ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনেই জামায়াতের প্রথম সারির নেতাদের বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে।”
তিনি দাবি করেন, ইসলামী আন্দোলনের নেতারা মৃত্যুর ভয় পান না বলেই সরকারের দমন-পীড়নেও আন্দোলন থেমে নেই।
শনিবার (২ আগস্ট) বিকেলে পাবনার বনমালী ইনস্টিটিউট অডিটোরিয়ামে পৌর ও সদর জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এটিএম আজহারুল ইসলাম বলেন, “আগামী নির্বাচনে রক্তের বদলা নিতে হবে। জামায়াতের নেতাকর্মীদের সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। ইনশাআল্লাহ, আগামীতে ইসলামী শক্তিই ক্ষমতায় আসবে।”
তিনি বলেন, “শেখের বেটি বলতেন তারা পালান না। অথচ এখন তিনি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন। হাজার হাজার আওয়ামী নেতা-কর্মী বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অথচ আমরা ফাঁসির মুখেও দেশ ছাড়িনি।”
ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু স্লোগানে ইসলাম কায়েম হয় না। সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে রাসুলের (সা.) আদর্শ অনুযায়ী চলতে হবে। আমাদের নেতারা জীবন্ত কোরআন ছিলেন। তাদের দুর্নীতি ছুঁতে পারেনি।”
সভায় তিনি পাবনার কৃতী সন্তান মাওলানা আব্দুস সোবহানের স্মৃতিচারণ করেন। বলেন, “তিনি ইউপি সদস্য থেকে পাঁচবারের এমপি হয়েছেন। ছিলেন নির্লোভ, নিরহংকারী। অথচ বৃদ্ধ বয়সেও হাসিনা সরকার তাকে ডাণ্ডা বেড়ি পরিয়েছিল। আল্লাহ অবশ্যই সেই জুলুমের বিচার করবেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।