ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই: শাহবাগে রাকিবুল ইসলাম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই।”

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সমবেত হন শাহবাগ এলাকায়। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহবাগ ও আশপাশের রাস্তাঘাট। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।” তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করতে সক্ষম।

তিনি আরও বলেন, “ছাত্রদলের ইতিহাস লড়াই-সংগ্রামের। এই সংগঠন কখনও কারো ইশারায় থেমে থাকে না।”

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অনেক কেন্দ্রীয় ও সাবেক নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত দেহ, পাশে গলাকাটা শিশু—ফরিদপুরে চাঞ্চল্য

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই: শাহবাগে রাকিবুল ইসলাম

আপডেট সময় ০৭:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারো নেই।”

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী সমবেত হন শাহবাগ এলাকায়। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় শাহবাগ ও আশপাশের রাস্তাঘাট। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম অভিযোগ করেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে।” তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করতে সক্ষম।

তিনি আরও বলেন, “ছাত্রদলের ইতিহাস লড়াই-সংগ্রামের। এই সংগঠন কখনও কারো ইশারায় থেমে থাকে না।”

সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অনেক কেন্দ্রীয় ও সাবেক নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন।