ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হুমকি-ধমকিতে পিছু হটবে না এনসিপি: কেন্দ্রীয় শহীদ মিনারে হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

কোনো ধরনের হুমকি-ধমকি বা বাধার মুখেও আন্দোলন থেকে পিছু হটবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের এক বছর আমরা শুধু কথা বলেই কাটিয়েছি, এখন সময় কাজের। দলের আহ্বায়ক ও সদস্য সচিব যে দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়নে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।”

হাসনাত অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীদের এলাকায় এলাকায় ভয় দেখানো হচ্ছে ও বাধা দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব।”

তিনি আরও বলেন, “আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভয় পাই না, পিছু হটি না, লড়াই চালিয়ে যাব।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রুখতে নানা কৌশল নিয়েছে।

নাসির বলেন, “ইসি এখন একটি দলের উর্দি পরা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান। গত ১৫ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলেও কমিশনই বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো এবং ‘জুলাই সনদ’-এর আলোকে কমিশন পুনর্গঠনের দাবি তুলব।”

তিনি জানান, এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধিত কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং দলটি ‘শাপলা’ প্রতীক বরাদ্দের প্রত্যাশা করছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের নিয়মিত অগ্রগতি জানানোর লক্ষ্যে প্রতি ১৫ দিন পরপর অনলাইন ব্রিফিংয়ের দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যু’ত্থান বর্ষপূর্তিতে এনসিপির ইশতেহার ঘোষণা ও ছাত্রদলের নির্বাচনমুখী সমাবেশ

হুমকি-ধমকিতে পিছু হটবে না এনসিপি: কেন্দ্রীয় শহীদ মিনারে হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৭:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

কোনো ধরনের হুমকি-ধমকি বা বাধার মুখেও আন্দোলন থেকে পিছু হটবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের এক বছর আমরা শুধু কথা বলেই কাটিয়েছি, এখন সময় কাজের। দলের আহ্বায়ক ও সদস্য সচিব যে দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়নে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।”

হাসনাত অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীদের এলাকায় এলাকায় ভয় দেখানো হচ্ছে ও বাধা দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব।”

তিনি আরও বলেন, “আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভয় পাই না, পিছু হটি না, লড়াই চালিয়ে যাব।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দল ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রুখতে নানা কৌশল নিয়েছে।

নাসির বলেন, “ইসি এখন একটি দলের উর্দি পরা মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান। গত ১৫ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলেও কমিশনই বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো এবং ‘জুলাই সনদ’-এর আলোকে কমিশন পুনর্গঠনের দাবি তুলব।”

তিনি জানান, এনসিপির নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধিত কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং দলটি ‘শাপলা’ প্রতীক বরাদ্দের প্রত্যাশা করছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশনের নিয়মিত অগ্রগতি জানানোর লক্ষ্যে প্রতি ১৫ দিন পরপর অনলাইন ব্রিফিংয়ের দাবি জানান তিনি।