জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রোববার ঢাকায় পৃথকভাবে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশগুলো থেকে নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে ভিন্ন বার্তা এসেছে দল দুটির শীর্ষ নেতাদের কাছ থেকে।
ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগে আয়োজিত বড় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” পাশাপাশি রাজনীতির ‘গুণগত পরিবর্তনের’ প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নেতাকর্মীদের প্রত্যাশা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরবেন।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পৃথক সমাবেশেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্ন। উভয় সমাবেশেই ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ‘তরুণদের নতুন রাজনৈতিক চেতনার সূচনা’ হিসেবে তুলে ধরা হয়।