ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তিতে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ঘোষণাপত্র পাঠ শেষে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”

প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’-এ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই ঘোষণাপত্র ভবিষ্যতের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হবে এবং গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে।

এনসিপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দলটি আগেই জুলাই আন্দোলনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছিল এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সক্রিয় ছিল।

Ask ChatGPT
জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানাল এনসিপি

আপডেট সময় ০৮:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তিতে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত ঘোষণাপত্র পাঠ শেষে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”

প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’-এ ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই ঘোষণাপত্র ভবিষ্যতের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত হবে এবং গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে।

এনসিপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দলটি আগেই জুলাই আন্দোলনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছিল এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সক্রিয় ছিল।

Ask ChatGPT