ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে তৈরি: হাসিনার আইনজীবীর দাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলাকালে হাস্যকর দাবি করে আলোচনায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী মো. আমির হোসেন। তিনি আদালতে বলেন, “আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।” তার এ বক্তব্যে আদালতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের অনেকে হাসিতে ফেটে পড়েন।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু এবং এনটিভির রংপুর প্রতিনিধি সাংবাদিক এ কে এম মঈনুল হক। তারা ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থান চলাকালে আবু সাঈদ হত্যাকাণ্ডের আগের ও পরের পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

জেরা পর্বে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মঈনুল হককে প্রশ্ন করেন, “আপনার ধারণকৃত ভিডিও কি এআই দিয়ে তৈরি নয়?” জবাবে সাংবাদিক মঈনুল হক পরিষ্কার বলেন, “এই ভিডিও আমি নিজে ধারণ করেছি, এটি সম্পূর্ণ সত্য ও বিকৃতিহীন।”

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আরেকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ৩ আগস্ট দিন ধার্য করে আদালত।

আলোচিত এই মামলায় সাক্ষীদের বক্তব্য ও ভিডিও ফুটেজে প্রকাশ পাওয়া তথ্য ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ফুটেজের সত্যতা নিয়ে হাস্যকর প্রশ্নে বিচারপ্রক্রিয়ার গুরুত্ব হালকা করতে চেষ্টার অভিযোগ উঠছে আসামিপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে।

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে তৈরি: হাসিনার আইনজীবীর দাবি

আপডেট সময় ১০:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলাকালে হাস্যকর দাবি করে আলোচনায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী মো. আমির হোসেন। তিনি আদালতে বলেন, “আবু সাঈদ হত্যার ভিডিও ফুটেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।” তার এ বক্তব্যে আদালতে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকদের অনেকে হাসিতে ফেটে পড়েন।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু এবং এনটিভির রংপুর প্রতিনিধি সাংবাদিক এ কে এম মঈনুল হক। তারা ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থান চলাকালে আবু সাঈদ হত্যাকাণ্ডের আগের ও পরের পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।

জেরা পর্বে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন মঈনুল হককে প্রশ্ন করেন, “আপনার ধারণকৃত ভিডিও কি এআই দিয়ে তৈরি নয়?” জবাবে সাংবাদিক মঈনুল হক পরিষ্কার বলেন, “এই ভিডিও আমি নিজে ধারণ করেছি, এটি সম্পূর্ণ সত্য ও বিকৃতিহীন।”

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আরেকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য ৩ আগস্ট দিন ধার্য করে আদালত।

আলোচিত এই মামলায় সাক্ষীদের বক্তব্য ও ভিডিও ফুটেজে প্রকাশ পাওয়া তথ্য ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ফুটেজের সত্যতা নিয়ে হাস্যকর প্রশ্নে বিচারপ্রক্রিয়ার গুরুত্ব হালকা করতে চেষ্টার অভিযোগ উঠছে আসামিপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে।