ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমনটাই জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এবারের নির্বাচনে একাধিক আসনে অংশ নিতে পারেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হলে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন জিয়াপুত্র।

৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পর ১/১১ এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পাওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। নির্বাচনের তফসিল সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জল্পনা বাড়তে থাকে তার দেশে ফেরার সময় নিয়েও।

হুমায়ুন কবির বলেন, “তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশে ফিরবেন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই। যদিও এখনো নির্দিষ্ট তারিখ বলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।”

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে বাধ্য হয়ে দেশ ছাড়েন এবং যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শুরু করেন। এরপর কেটে গেছে ১৭ বছর।

এদিকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই সময়ে লন্ডনে পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশে এসেছিলেন শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তিনি সরাসরি রাজনীতিতে আসবেন কি না। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “তিনি এখনো সরাসরি রাজনীতিতে নামার ঘোষণা দেননি, তবে জনগণের সঙ্গে কাজ করে যেতে চান।

জনপ্রিয় সংবাদ

বিজয়ী হলে জাতীয় সরকার করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির

আপডেট সময় ০৯:৪৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমনটাই জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এবারের নির্বাচনে একাধিক আসনে অংশ নিতে পারেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হলে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন জিয়াপুত্র।

৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পর ১/১১ এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পাওয়ার পর থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। নির্বাচনের তফসিল সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জল্পনা বাড়তে থাকে তার দেশে ফেরার সময় নিয়েও।

হুমায়ুন কবির বলেন, “তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশে ফিরবেন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই। যদিও এখনো নির্দিষ্ট তারিখ বলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।”

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে বাধ্য হয়ে দেশ ছাড়েন এবং যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শুরু করেন। এরপর কেটে গেছে ১৭ বছর।

এদিকে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই সময়ে লন্ডনে পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশে এসেছিলেন শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে, তিনি সরাসরি রাজনীতিতে আসবেন কি না। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “তিনি এখনো সরাসরি রাজনীতিতে নামার ঘোষণা দেননি, তবে জনগণের সঙ্গে কাজ করে যেতে চান।