ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে নেতৃত্ব দেন বিচারপতি মানিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বিচারিক দায়িত্ব পালনের সময় ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’ ও ‘একপাক্ষিক রায় দেওয়ার’ অভিযোগ তুলেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, বিচারপতি মানিক তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য ও রায় দিয়েছেন।

বিএনপির দাবি, বিচারপতি মানিক ‘জিয়াউর রহমান ফোবিয়ায়’ ভুগতেন এবং তাঁর দেওয়া অনেক রায়ে “আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ ও শেখ হাসিনার নির্দেশের প্রতিফলন” দেখা যেত। দলটির নেতারা আরও বলেন, বিচারপতির রায় ও আদালতের বাইরে দেওয়া বক্তব্যগুলো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ‘জিঘাংসাপূর্ণ’ ও ‘সাংবিধানিক সীমা অতিক্রমকারী’ ছিল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেন, “বিচারপতি মানিক শুধু বিচার বিভাগের সদস্য ছিলেন না, তিনি কার্যত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার ছিলেন।”

জাতীয় সংসদে ২০১৫ সালে তাঁকে ‘স্যাডিস্ট’ হিসেবে উল্লেখ করে একটি রুলিং দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি, যার উল্লেখ সংসদের কার্যবিবরণীতেও নথিভুক্ত রয়েছে।

এদিকে, আওয়ামী লীগপন্থি সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক)-এর সঙ্গেও বিচারপতি মানিকের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, এই সংগঠনের ব্যানারে তিনি খালেদা জিয়ার গুলশান অফিস ঘেরাও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তবে বিচারপতি মানিক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ে নেতৃত্ব দেন বিচারপতি মানিক

আপডেট সময় ০২:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে বিচারিক দায়িত্ব পালনের সময় ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব’ ও ‘একপাক্ষিক রায় দেওয়ার’ অভিযোগ তুলেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, বিচারপতি মানিক তাঁর দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য ও রায় দিয়েছেন।

বিএনপির দাবি, বিচারপতি মানিক ‘জিয়াউর রহমান ফোবিয়ায়’ ভুগতেন এবং তাঁর দেওয়া অনেক রায়ে “আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ ও শেখ হাসিনার নির্দেশের প্রতিফলন” দেখা যেত। দলটির নেতারা আরও বলেন, বিচারপতির রায় ও আদালতের বাইরে দেওয়া বক্তব্যগুলো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে ‘জিঘাংসাপূর্ণ’ ও ‘সাংবিধানিক সীমা অতিক্রমকারী’ ছিল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করেন, “বিচারপতি মানিক শুধু বিচার বিভাগের সদস্য ছিলেন না, তিনি কার্যত শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীর সর্দার ছিলেন।”

জাতীয় সংসদে ২০১৫ সালে তাঁকে ‘স্যাডিস্ট’ হিসেবে উল্লেখ করে একটি রুলিং দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি, যার উল্লেখ সংসদের কার্যবিবরণীতেও নথিভুক্ত রয়েছে।

এদিকে, আওয়ামী লীগপন্থি সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক)-এর সঙ্গেও বিচারপতি মানিকের ঘনিষ্ঠ সম্পৃক্ততা ছিল বলে জানা যায়। বিএনপির নেতারা অভিযোগ করেছেন, এই সংগঠনের ব্যানারে তিনি খালেদা জিয়ার গুলশান অফিস ঘেরাও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

তবে বিচারপতি মানিক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি।