নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ, সড়কের খোয়া লুটসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিংধা ইউনিয়ন বিএনপির সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম টিপন মিয়াকে (৫০) সাময়িকভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (৮ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নুরুল ইসলাম টিপন মিয়া বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা।