ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে তারেক রহমানের সঙ্গে কণ্ঠশিল্পী মনির খানের সাক্ষাৎ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মনির খান যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা বিষয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনির খান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং ইতোমধ্যে দুটি স্টেজ শো সম্পন্ন করেছেন। সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভিভাবক। সাংস্কৃতিক, রাজনৈতিকসহ অনেক বিষয়ে কথা হয়েছে। তিনি সংস্কৃতিবান্ধব মানুষ।”

তিনি জানান, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশি সংস্কৃতি রক্ষা ও বিকশিত করার পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশের মানুষের গণতান্ত্রিক ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা নিয়েও কথা হয়।

উল্লেখ্য, মনির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক ও জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের সংগীত নিয়েও তিনি বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব ফখরুল

লন্ডনে তারেক রহমানের সঙ্গে কণ্ঠশিল্পী মনির খানের সাক্ষাৎ

আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মনির খান যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাংস্কৃতিক ও রাজনৈতিক নানা বিষয়ে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মনির খান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং ইতোমধ্যে দুটি স্টেজ শো সম্পন্ন করেছেন। সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, “উনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভিভাবক। সাংস্কৃতিক, রাজনৈতিকসহ অনেক বিষয়ে কথা হয়েছে। তিনি সংস্কৃতিবান্ধব মানুষ।”

তিনি জানান, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাদেশি সংস্কৃতি রক্ষা ও বিকশিত করার পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দেশের মানুষের গণতান্ত্রিক ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা নিয়েও কথা হয়।

উল্লেখ্য, মনির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহসম্পাদক ও জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্র, রেডিও ও টেলিভিশনের সংগীত নিয়েও তিনি বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন।