ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণের প্রতিবাদে তিন বামপন্থী ছাত্রসংগঠন বৈঠক বর্জন করেছে। রোববার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় এ ঘটনা ঘটে।
ওয়াকআউট করা সংগঠনগুলো হলো— জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ) এবং ছাত্র ইউনিয়ন (একাংশ)। বৈঠক শুরুর কিছুক্ষণ পর এসব সংগঠনের নেতারা সভা কক্ষ ত্যাগ করেন। এর মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহিন শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
সভা ত্যাগের পর মাহিন শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনার অধিকার রাখে না। অথচ তাদের বারবার আমন্ত্রণ জানানো হচ্ছে— এটি আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করছি।”
এর আগে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে ছাত্রসংগঠনগুলো হলে ও ডাকসু কার্যালয়ে কার্যক্রম চালু রাখতে পারে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন, নাহলে ডাকসুকে কার্যকর করা সম্ভব হবে না।