ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির হলে নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয়: সিলেটে ছাত্রদল সভাপতির অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা এখনও সক্রিয় থেকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতি ধারণকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। তিনি আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এমসি কলেজের অনুষ্ঠানে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল কার্যক্রম শুরু হয়। এতে জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদল সভাপতি আরও বলেন, শিক্ষার্থীরা এখনও গেস্টরুম-গণরুমের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, তবে ছাত্রদল শিক্ষার্থীবান্ধব রাজনীতির পথে অগ্রসর হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

ঢাবির হলে নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয়: সিলেটে ছাত্রদল সভাপতির অভিযোগ

আপডেট সময় ০৮:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা এখনও সক্রিয় থেকে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতি ধারণকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। তিনি আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

এমসি কলেজের অনুষ্ঠানে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল কার্যক্রম শুরু হয়। এতে জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদল সভাপতি আরও বলেন, শিক্ষার্থীরা এখনও গেস্টরুম-গণরুমের ট্রমা কাটিয়ে উঠতে পারেনি, তবে ছাত্রদল শিক্ষার্থীবান্ধব রাজনীতির পথে অগ্রসর হচ্ছে।