ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের মাসুদ: ‘আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রয়ে থেকে আওয়ামী লীগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, ভারতকে প্রশ্ন করতে হবে তারা কি এই আশ্রয় দেয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে চলছে কিনা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে পটুয়াখালী মল্লিকা কমিউনিটি সেন্টারে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ড. মাসুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে বাংলাদেশে অফিস খোলার সুযোগ পাবে না বলে তারা পার্শ্ববর্তী দেশে অফিস খুলেছে। তিনি এ জন্য তাদের ধন্যবাদও জানান।

নির্বাচন প্রসঙ্গে ড. মাসুদ বলেন, একটি নবজাতকের মতো সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। প্রধান উপদেষ্টার মতো ‘এইবার নির্বাচনে ঈদের আনন্দ হবে’ এই প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

তিনি জাতীয় সংসদে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রস্তাব করেন পিআর (প্রতিনিধিত্বের অনুপাত) পদ্ধতির ওপর ভিত্তি করে বড়, মাঝারি ও ছোট রাজনৈতিক দলগুলোকে ভোটারের ভোটের মাধ্যমে উচ্চকক্ষে স্থান দেয়া হোক।

ড. মাসুদ বলেন, ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড ও বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া আরেকটি নির্বাচন হলে দেশ বিপদের মুখে পড়বে। সৎ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে, যাদের তোষামোদ নয়।

সভায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

জামায়াতের মাসুদ: ‘আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন’

আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রয়ে থেকে আওয়ামী লীগ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, ভারতকে প্রশ্ন করতে হবে তারা কি এই আশ্রয় দেয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইন মেনে চলছে কিনা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে পটুয়াখালী মল্লিকা কমিউনিটি সেন্টারে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ড. মাসুদ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে বাংলাদেশে অফিস খোলার সুযোগ পাবে না বলে তারা পার্শ্ববর্তী দেশে অফিস খুলেছে। তিনি এ জন্য তাদের ধন্যবাদও জানান।

নির্বাচন প্রসঙ্গে ড. মাসুদ বলেন, একটি নবজাতকের মতো সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। প্রধান উপদেষ্টার মতো ‘এইবার নির্বাচনে ঈদের আনন্দ হবে’ এই প্রত্যাশা প্রকাশ করেন তিনি।

তিনি জাতীয় সংসদে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রস্তাব করেন পিআর (প্রতিনিধিত্বের অনুপাত) পদ্ধতির ওপর ভিত্তি করে বড়, মাঝারি ও ছোট রাজনৈতিক দলগুলোকে ভোটারের ভোটের মাধ্যমে উচ্চকক্ষে স্থান দেয়া হোক।

ড. মাসুদ বলেন, ন্যূনতম লেভেল প্লেইং ফিল্ড ও বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া আরেকটি নির্বাচন হলে দেশ বিপদের মুখে পড়বে। সৎ ও দক্ষ কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে, যাদের তোষামোদ নয়।

সভায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, ‘ল’ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুজাহাঙ্গির কবির সরকার ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা উপস্থিত ছিলেন।