ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, সাবেক এমপি গফুর ভূঁইয়ার অডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুর গফুর ভূঁইয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিওতে তাকে এমন হুমকি ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৮ মে নাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরকে সুপারিশ করেন জেলা প্রশাসক। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন।

অডিওতে গফুর ভূঁইয়াকে বলতে শোনা যায়—
“একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। কত বড় কলিজা হয়েছে দেখব… আপনার কলিজাও খুলমু… আমি টোকাই না, আমি আইন প্রণেতা।”

বিষয়টি নিয়ে শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, গফুর ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছেন।

তবে আব্দুর গফুর ভূঁইয়া দাবি করেছেন, ভাইরাল অডিওটি এডিট করা এবং তিনি চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম স্বীকার করেন, স্কুল কমিটি সংক্রান্ত একটি বিষয়ে গফুর ভূঁইয়া এমন কথা বলেছিলেন, তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রিয় সংবাদ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

কুমিল্লায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি, সাবেক এমপি গফুর ভূঁইয়ার অডিও ভাইরাল

আপডেট সময় ১১:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছারকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুর গফুর ভূঁইয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি অডিওতে তাকে এমন হুমকি ও অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৮ মে নাঙ্গলকোটের ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের বড় ভাই ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিশিরকে সুপারিশ করেন জেলা প্রশাসক। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন।

অডিওতে গফুর ভূঁইয়াকে বলতে শোনা যায়—
“একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব। কত বড় কলিজা হয়েছে দেখব… আপনার কলিজাও খুলমু… আমি টোকাই না, আমি আইন প্রণেতা।”

বিষয়টি নিয়ে শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, গফুর ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করছেন।

তবে আব্দুর গফুর ভূঁইয়া দাবি করেছেন, ভাইরাল অডিওটি এডিট করা এবং তিনি চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেননি। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম স্বীকার করেন, স্কুল কমিটি সংক্রান্ত একটি বিষয়ে গফুর ভূঁইয়া এমন কথা বলেছিলেন, তবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।