ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের নীতি: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিই হবে বিএনপির আগামী দিনের নীতি। তিনি মনে করেন, সাহসের সঙ্গে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সমৃদ্ধির সব দ্বার খুলবে, আর দেশের বিপুল জনসংখ্যা হবে উন্নয়নের অন্যতম নিয়ামক।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্লোগান নির্ভর রাজনীতির দিন শেষ। জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নে বিশ্বাস করে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে যুগোপযোগী হয়ে ওঠার বিকল্প নেই।” তিনি নেতাকর্মীদের জনমুখী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং দেশবাসীকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতি পুনর্গঠনের সুযোগ এসেছে, এখনই প্রস্তুতি নেওয়ার সময়। জিয়াউর রহমানের সময় ছাড়া দেশে গণতন্ত্রের চর্চা হয়নি।” তিনি সতর্ক করে বলেন, কোটি বেকারের কর্মসংস্থান না হলে রাষ্ট্র টিকবে না এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে—আওয়ামী লীগের মতো নির্বাচন যেন আর না হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির আগামীতে সরকার গঠনের সম্ভাবনা থাকায় ইচ্ছাকৃতভাবে দলটিকে খাটো করতে অপপ্রচার চালানো হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের নীতি: তারেক রহমান

আপডেট সময় ১১:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতিই হবে বিএনপির আগামী দিনের নীতি। তিনি মনে করেন, সাহসের সঙ্গে এগিয়ে গেলে বাংলাদেশের সামনে সমৃদ্ধির সব দ্বার খুলবে, আর দেশের বিপুল জনসংখ্যা হবে উন্নয়নের অন্যতম নিয়ামক।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “স্লোগান নির্ভর রাজনীতির দিন শেষ। জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নে বিশ্বাস করে। প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে যুগোপযোগী হয়ে ওঠার বিকল্প নেই।” তিনি নেতাকর্মীদের জনমুখী পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং দেশবাসীকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতি পুনর্গঠনের সুযোগ এসেছে, এখনই প্রস্তুতি নেওয়ার সময়। জিয়াউর রহমানের সময় ছাড়া দেশে গণতন্ত্রের চর্চা হয়নি।” তিনি সতর্ক করে বলেন, কোটি বেকারের কর্মসংস্থান না হলে রাষ্ট্র টিকবে না এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে—আওয়ামী লীগের মতো নির্বাচন যেন আর না হয়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির আগামীতে সরকার গঠনের সম্ভাবনা থাকায় ইচ্ছাকৃতভাবে দলটিকে খাটো করতে অপপ্রচার চালানো হচ্ছে।