ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ বক্তৃতাকালে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরা জরুরি। বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করার দাবি জানান তিনি।

তার অভিযোগ, মিডিয়ায় রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপ এখনো চলছে এবং সংবাদ মাধ্যম ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; বরং ৫ আগস্টের পর ‘বঞ্চিত’ নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কব্জা করেছে। তার দাবি, ৫ আগস্ট না হলে প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতেন। ভোটের আগে প্রশাসন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

ডিজিএফআইকে রাজনৈতিক বিভাজন সৃষ্টির জন্য দায়ী করে হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্থাটি বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের তথ্য রাখে না, বরং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে। তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবি জানান।

এ সময় তিনি সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়াকে জাতির জন্য একটি সতর্কবার্তা বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, তারেক রহমানের ঘনিষ্ঠ নেতারা তাদের ‘বান্দির বাচ্চা’ বলে গালি দিচ্ছেন। এই বিষয়ে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন, বিষয়টি শীর্ষ পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত

আপডেট সময় ১২:১৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সতর্ক করেন, অন্যথায় আওয়ামী লীগ এই সুযোগ কাজে লাগাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ বক্তৃতাকালে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরা জরুরি। বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করার দাবি জানান তিনি।

তার অভিযোগ, মিডিয়ায় রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপ এখনো চলছে এবং সংবাদ মাধ্যম ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, এক বছরে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি; বরং ৫ আগস্টের পর ‘বঞ্চিত’ নামে একটি গোষ্ঠী প্রশাসনকে কব্জা করেছে। তার দাবি, ৫ আগস্ট না হলে প্রশাসনের অনেকেই শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতেন। ভোটের আগে প্রশাসন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

ডিজিএফআইকে রাজনৈতিক বিভাজন সৃষ্টির জন্য দায়ী করে হাসনাত আবদুল্লাহ বলেন, সংস্থাটি বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের তথ্য রাখে না, বরং অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে। তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা নিষিদ্ধ করার দাবি জানান।

এ সময় তিনি সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়াকে জাতির জন্য একটি সতর্কবার্তা বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, তারেক রহমানের ঘনিষ্ঠ নেতারা তাদের ‘বান্দির বাচ্চা’ বলে গালি দিচ্ছেন। এই বিষয়ে ব্যবস্থা না নিলে তিনি ধরে নেবেন, বিষয়টি শীর্ষ পর্যায় থেকে পরিচালিত হচ্ছে।