ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

১০ বছরেও স্নাতক সম্পন্ন করতে পারেননি ঢাবি ছাত্র সংসদ সভাপতি মেঘমল্লার বসু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (বসু) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি ও ২০১৫-১৬ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু ১০ বছরেও স্নাতক শেষ করতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সোমবার (১১ আগস্ট) ঢাবি ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মেঘমল্লার বসুর ভোটার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। তিনি ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হলেও এখনো অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হিসেবে ভোটার তালিকায় আছেন।

ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে নানা মন্তব্য পাওয়া গেছে। এক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, “বসুর কী সমস্যা ছিল?” অন্য একজন লিখেছেন, “মেঘমল্লার বসু এখনও স্নাতক শেষ করতে পারেননি, অথচ ডাকসুর সভাপতি।”

মেঘমল্লার বসু জাগো নিউজকে বলেন, “আমি প্রথম ও দ্বিতীয় বর্ষ পাস করলেও ২০১৮ সালের পর বাধ্যতামূলক উপস্থিতি না থাকার কারণে পরীক্ষা দিতে পারিনি। ২০২১ সালে একাডেমিক্যালি ফিরে আসি এবং ২০২২ সালে অষ্টম সেমিস্টার সম্পন্ন করি।”

তিনি আরও জানান, “আমি তিনটি ভিন্ন কোর্সে পাশ করতে না পারায় ভোটার তালিকায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে নাম এসেছে। তবে আমার অষ্টম সেমিস্টার কমপ্লিট হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

১০ বছরেও স্নাতক সম্পন্ন করতে পারেননি ঢাবি ছাত্র সংসদ সভাপতি মেঘমল্লার বসু

আপডেট সময় ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (বসু) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি ও ২০১৫-১৬ সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু ১০ বছরেও স্নাতক শেষ করতে পারেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

সোমবার (১১ আগস্ট) ঢাবি ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর মেঘমল্লার বসুর ভোটার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। তিনি ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হলেও এখনো অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হিসেবে ভোটার তালিকায় আছেন।

ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে নানা মন্তব্য পাওয়া গেছে। এক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, “বসুর কী সমস্যা ছিল?” অন্য একজন লিখেছেন, “মেঘমল্লার বসু এখনও স্নাতক শেষ করতে পারেননি, অথচ ডাকসুর সভাপতি।”

মেঘমল্লার বসু জাগো নিউজকে বলেন, “আমি প্রথম ও দ্বিতীয় বর্ষ পাস করলেও ২০১৮ সালের পর বাধ্যতামূলক উপস্থিতি না থাকার কারণে পরীক্ষা দিতে পারিনি। ২০২১ সালে একাডেমিক্যালি ফিরে আসি এবং ২০২২ সালে অষ্টম সেমিস্টার সম্পন্ন করি।”

তিনি আরও জানান, “আমি তিনটি ভিন্ন কোর্সে পাশ করতে না পারায় ভোটার তালিকায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে নাম এসেছে। তবে আমার অষ্টম সেমিস্টার কমপ্লিট হয়েছে।”