ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গুলশান চাঁদাবাজি ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য: ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম অপুর ভাইরাল ভিডিওতে নাম আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মাঝেমধ্যে রাত জেগে কাজ শেষ হলে তিনি ৩০০ ফুট এলাকার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, আর খুব ভোর হয়ে গেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। ওই দিন গুলশান এলাকায় তিনি গিয়েছিলেন কি না, তা মনে নেই বলে জানান তিনি। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে নিজের সঙ্গে মিলিয়ে দেখার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।

তিনি দাবি করেন, এখনো কেউ তার সম্পৃক্ততার প্রমাণ দিতে পারেনি। বরং অপুর সাক্ষাৎকার রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, তা গুরুতর এবং বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।

এদিকে, ইউএনবির খবরে বলা হয়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী আনিসা অভিযোগ করেন, ৩১ জুলাই রাত থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত অপুকে আটক রেখে গোপীবাগের বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিও ওই বাসার বলে দাবি করেন তিনি।

৩৫ মিনিটের ভাইরাল ভিডিওতে জানে আলম অপু স্বীকার করেন, গুলশান চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নেওয়া তিনিই ছিলেন। তিনি আরও জানান, অভিযানের আগে ভোরে গুলশানে কোনো এক স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল কি না—এ প্রশ্ন উত্থাপন করেন।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

গুলশান চাঁদাবাজি ইস্যুতে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য: ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

আপডেট সময় ০৯:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।

বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা জানে আলম অপুর ভাইরাল ভিডিওতে নাম আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মাঝেমধ্যে রাত জেগে কাজ শেষ হলে তিনি ৩০০ ফুট এলাকার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, আর খুব ভোর হয়ে গেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। ওই দিন গুলশান এলাকায় তিনি গিয়েছিলেন কি না, তা মনে নেই বলে জানান তিনি। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তিকে নিজের সঙ্গে মিলিয়ে দেখার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।

তিনি দাবি করেন, এখনো কেউ তার সম্পৃক্ততার প্রমাণ দিতে পারেনি। বরং অপুর সাক্ষাৎকার রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, তা গুরুতর এবং বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।

এদিকে, ইউএনবির খবরে বলা হয়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী আনিসা অভিযোগ করেন, ৩১ জুলাই রাত থেকে ১ আগস্ট সকাল পর্যন্ত অপুকে আটক রেখে গোপীবাগের বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও ছবিও ওই বাসার বলে দাবি করেন তিনি।

৩৫ মিনিটের ভাইরাল ভিডিওতে জানে আলম অপু স্বীকার করেন, গুলশান চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নেওয়া তিনিই ছিলেন। তিনি আরও জানান, অভিযানের আগে ভোরে গুলশানে কোনো এক স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কথা হয়েছিল কি না—এ প্রশ্ন উত্থাপন করেন।