ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায় শায়েখে চরমোনাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ আখ্যা দিয়ে বলেছেন, “চাঁদার জন্য খুন করছে, চাঁদা না দেওয়ায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে, কথা না শুনলে পুলিশকে হুমকি দিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি বিএনপির এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে কী হবে!”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোণা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সারাদেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, খুন-লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন মাঠে রয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী। বক্তব্য দেন জেলা উপদেষ্টা আল্লামা আব্দুল কাইয়ুম, মাওলানা জসিম উদ্দিন পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেত্রকোণার ৫টি আসনে হাতপাখার প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায় শায়েখে চরমোনাই

আপডেট সময় ১১:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ আখ্যা দিয়ে বলেছেন, “চাঁদার জন্য খুন করছে, চাঁদা না দেওয়ায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে, কথা না শুনলে পুলিশকে হুমকি দিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি বিএনপির এই অবস্থা হয়, তবে ক্ষমতায় গেলে কী হবে!”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নেত্রকোণা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সারাদেশে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, খুন-লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামী আন্দোলন মাঠে রয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী। বক্তব্য দেন জেলা উপদেষ্টা আল্লামা আব্দুল কাইয়ুম, মাওলানা জসিম উদ্দিন পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেত্রকোণার ৫টি আসনে হাতপাখার প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।