যশোরের অভয়নগরে চার কোটি টাকা চাঁদাবাজির মামলায় স্থগিত পদধারী বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত বুধবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি আবদুল আলীম।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে যুবক সৈকত হোসেন হীরা কৌশলে জনির অফিসে নিয়ে যায়। সেখানে জনি তাকে মারধর করে অস্ত্রের মুখে দুই কোটি টাকা চাঁদা আদায় করেন।
পরে ১৮ সেপ্টেম্বর টিপুকে আবারও ধরে জনির মালিকানাধীন কণা ইকোপার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে বিএনপি নেতা জনি, সহযোগী সম্রাট হোসেন ও কথিত সাংবাদিক মফিজুর রহমান দপ্তরি টিপুকে মারধর করে, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিচাপা দেয় এবং অস্ত্র ঠেকিয়ে আরও দুই কোটি টাকা আদায় করে।
ঘটনার পর ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন ৩০ জুলাই অভয়নগর থানায় ও ৩১ জুলাই স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ৩ আগস্ট জনি, তার বাবা কামরুজ্জামান মজুমদারসহ ছয়জনের নামে অভয়নগর থানায় চাঁদাবাজির মামলা হয়।
ওসি আবদুল আলীম জানান, জনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তাকে খুলনা থেকে গ্রেপ্তার করে থানায় এনেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ছাড়াও মাদক সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।