ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বহাল থাকবে: রাকিবুল ইসলাম রাকিব

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে প্রশাসন একটি কমিটি গঠন করবে। ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। ততদিন পর্যন্ত ছাত্রদলের ঘোষিত হল কমিটিগুলো কার্যকর থাকবে।

রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তা বন্ধে পদক্ষেপ নেবে। একই সঙ্গে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে রাকিব অভিযোগ করেন, ছাত্রলীগ যেমনভাবে হলগুলো দখল করেছিল, বর্তমানে ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে দখলের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে এবং গ্রুপের অ্যাডমিন জুলিয়াস সিজার তালুকদার—যিনি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী—এই কর্মকাণ্ডে যুক্ত এবং হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মব গঠনে নেতৃত্ব দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার এখতিয়ার কারো থাকা উচিত নয় : জাহেদ

ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বহাল থাকবে: রাকিবুল ইসলাম রাকিব

আপডেট সময় ১১:১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত হল কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, হল পর্যায়ে ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে প্রশাসন একটি কমিটি গঠন করবে। ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, এবার সাধারণ শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। ততদিন পর্যন্ত ছাত্রদলের ঘোষিত হল কমিটিগুলো কার্যকর থাকবে।

রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গুপ্ত ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তা বন্ধে পদক্ষেপ নেবে। একই সঙ্গে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রদল। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় নতুন অভিযুক্ত যুক্ত করার বিষয়ে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

গুপ্ত রাজনীতি প্রসঙ্গে রাকিব অভিযোগ করেন, ছাত্রলীগ যেমনভাবে হলগুলো দখল করেছিল, বর্তমানে ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে দখলের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে ছাত্রদলের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি ও অপপ্রচার চালানো হচ্ছে এবং গ্রুপের অ্যাডমিন জুলিয়াস সিজার তালুকদার—যিনি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী—এই কর্মকাণ্ডে যুক্ত এবং হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মব গঠনে নেতৃত্ব দিয়েছে।