ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন সারজিস

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনে শুরু হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। ইতোমধ্যে জামায়াতে ইসলামী চূড়ান্ত করেছে প্রার্থী, বিএনপিও প্রার্থী ঘোষণার দ্বারপ্রান্তে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও একজন শক্ত প্রার্থী উঠে আসছেন।

জামায়াতের পক্ষ থেকে জেলা আমির মাওলানা ইকবাল হোসাইনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি সংগঠিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং কেন্দ্রীয় মহাসমাবেশসহ বেশ কিছু সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। অন্য কোনো বিএনপি প্রার্থীর তৎপরতা এখনো চোখে পড়েনি।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও জোরদার গণসংযোগ চালাচ্ছেন। অন্যায়, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে তিনি পঞ্চগড়ের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দল গঠনের শুরুতেই শোডাউনের মাধ্যমে আলোচনায় আসেন এবং পরবর্তীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

নির্বাচনে যে আসন থেকে লড়তে পারেন সারজিস

আপডেট সময় ০৭:৪০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড়-১ আসনে শুরু হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। ইতোমধ্যে জামায়াতে ইসলামী চূড়ান্ত করেছে প্রার্থী, বিএনপিও প্রার্থী ঘোষণার দ্বারপ্রান্তে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও একজন শক্ত প্রার্থী উঠে আসছেন।

জামায়াতের পক্ষ থেকে জেলা আমির মাওলানা ইকবাল হোসাইনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে তিনি সংগঠিতভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং কেন্দ্রীয় মহাসমাবেশসহ বেশ কিছু সভা-সমাবেশে সক্রিয় ছিলেন।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। অন্য কোনো বিএনপি প্রার্থীর তৎপরতা এখনো চোখে পড়েনি।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও জোরদার গণসংযোগ চালাচ্ছেন। অন্যায়, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করে তিনি পঞ্চগড়ের ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। দল গঠনের শুরুতেই শোডাউনের মাধ্যমে আলোচনায় আসেন এবং পরবর্তীতে একাধিক কর্মসূচিতে অংশ নেন।