ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা, ভাইরাল ভিডিওতে ছাত্রলীগ কর্মী শনাক্ত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কালো পতাকা টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ১৪ আগস্ট গভীর রাতে, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী শাখা গ্রামীণ ব্যাংক এবং ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের আশপাশে। ভিডিওতে দেখা যায়, এমএম মোরসালিন নামে পরিচিত এক যুবক ও মুখোশপরা এক ব্যক্তি কালো পতাকা স্থাপন করছেন। মোরসালিন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত হয়েছে, তবে অপর ব্যক্তিকে চেনা যায়নি।

১৫ আগস্ট সকাল ১০টায় এমএম মোরসালিনের নিজস্ব ফেসবুক আইডি থেকে ৪৬ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা ছিল—জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান জানান, সকালে এসে সাইনবোর্ড, গেট এবং সড়কের পাশে কালো পতাকা দেখতে পান। পরে সিভিল পোশাকে একটি ডিবি দল এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে পতাকা অপসারণের নির্দেশ দিলে তা সরিয়ে ফেলা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “কালো পতাকা টানানোর খবর পেয়েছি। কে বা কারা পরে তা নামিয়ে ফেলেছে।”

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি, কর্মী নিহত

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা, ভাইরাল ভিডিওতে ছাত্রলীগ কর্মী শনাক্ত

আপডেট সময় ০৭:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কালো পতাকা টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে ১৪ আগস্ট গভীর রাতে, টুঙ্গিপাড়া উপজেলার কুশলী শাখা গ্রামীণ ব্যাংক এবং ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কের আশপাশে। ভিডিওতে দেখা যায়, এমএম মোরসালিন নামে পরিচিত এক যুবক ও মুখোশপরা এক ব্যক্তি কালো পতাকা স্থাপন করছেন। মোরসালিন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী বলে শনাক্ত হয়েছে, তবে অপর ব্যক্তিকে চেনা যায়নি।

১৫ আগস্ট সকাল ১০টায় এমএম মোরসালিনের নিজস্ব ফেসবুক আইডি থেকে ৪৬ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয়, ক্যাপশনে লেখা ছিল—জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া গ্রামীণ অফিসসহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন।

গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার ব্যবস্থাপক আজাদুর রহমান জানান, সকালে এসে সাইনবোর্ড, গেট এবং সড়কের পাশে কালো পতাকা দেখতে পান। পরে সিভিল পোশাকে একটি ডিবি দল এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে পতাকা অপসারণের নির্দেশ দিলে তা সরিয়ে ফেলা হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “কালো পতাকা টানানোর খবর পেয়েছি। কে বা কারা পরে তা নামিয়ে ফেলেছে।”