ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জামায়াত নেতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, নির্বাচনও হবে না।

শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, ৫ আগস্ট যুব সমাজের দৃঢ় মনোভাব ও ত্যাগ দীর্ঘ ফ্যাসিবাদকে কবর দিয়েছে। আগামীর বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে, সেদিকে যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের অন্যতম হাতিয়ার হচ্ছে বর্তমানের যুব সমাজ।

তিনি আরও আহ্বান জানান, আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তার মতে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষ চূড়ান্ত বিজয়ের দেখা পাবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জামায়াত নেতার

আপডেট সময় ০১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি বাস্তবায়ন করতে হবে। তা না হলে দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, নির্বাচনও হবে না।

শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা কামাল বলেন, ৫ আগস্ট যুব সমাজের দৃঢ় মনোভাব ও ত্যাগ দীর্ঘ ফ্যাসিবাদকে কবর দিয়েছে। আগামীর বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ গড়ে উঠতে না পারে, সেদিকে যুব সমাজকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণের অন্যতম হাতিয়ার হচ্ছে বর্তমানের যুব সমাজ।

তিনি আরও আহ্বান জানান, আল্লাহর জমিনে কুরআনের বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। তার মতে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষ চূড়ান্ত বিজয়ের দেখা পাবে।