রাজধানীর মোহাম্মদপুরে এক নারীকে ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট তানবির আহমেদ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
রোববার (১৭ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাফিক তেজগাঁও জোনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর ১টা ৫০ মিনিটে সার্জেন্ট তানবির আহমেদ ডিউটিতে যাওয়ার পথে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এক নারীর চিৎকার শুনে ছুটে যান। এসময় তিনি মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানো এক ব্যক্তিকে আটক করেন। পরে তল্লাশিতে তার প্যান্টের পকেট থেকে সোনার চেইনটি উদ্ধার হয়।
ভুক্তভোগী মোছা. শিরিন (৪০তম বিসিএস, কৃষি ক্যাডার) ঘটনাস্থলে এসে চেইনটি শনাক্ত করেন। আটক ছিনতাইকারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সার্জেন্ট তানবির আহমেদ বলেন, “নারীর চিৎকার শুনে বাইক ঘুরিয়ে দৌড়াতে থাকা ছিনতাইকারীকে ধাওয়া করি। উপস্থিত জনতার সহায়তায় দ্রুতই তাকে আটক করতে সক্ষম হই।”