দেশের চিকিৎসা পেশা নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে “চরম দায়িত্বজ্ঞানহীনতা ও রাষ্ট্রবিরোধী অবস্থান” বলে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৭ আগস্ট) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেলথ উইং প্রধান ডা. মো. আব্দুল আহাদের সই করা এক বিবৃতিতে উপদেষ্টার বক্তব্যের কঠোর সমালোচনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতির দুর্যোগময় মুহূর্তে চিকিৎসক সমাজ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে জীবনবাজি রেখে আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের সেবা দিয়েছেন তারা। ভয়াবহ দমন-পীড়ন ও গুলি-নিপীড়নের আশঙ্কা থাকা সত্ত্বেও চিকিৎসকরা পিছিয়ে যাননি।
এছাড়া করোনাভাইরাস মহামারির সময় শত শত চিকিৎসক প্রাণ হারালেও তারা সেবা দেওয়ার পথ থেকে সরে দাঁড়াননি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
এনসিপি বলেছে, চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি নাগরিককে অসম্মান করা। কারণ চিকিৎসকরা কেবল পেশাজীবী নন, তারা জাতির জীবনরক্ষক।
বিবৃতিতে আরও বলা হয়, “চিকিৎসকদের অবমাননা করে কারও ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না। বরং এতে জনগণের আস্থা নষ্ট হয় এবং স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়। আমরা মনে করি, অধ্যাপক আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে।”